শনিবার, ৩১ মার্চ, ২০১৮

সোনার কৌটোয় বিষ

সোনার কৌটোয় বিষ রেখে দিলে কি আর তা অমৃত হয়?

কতক সূর্যহীন দগ্ধিত রাত্রি আমার অপ্রেমকে প্রেম ভেবে আখ্যান হল,
স্বর্ণশেকলও যে করে শেকলেরই কাজ, এই সহজ সত্য বুঝতে গেল ত্রিংশ চৈত্র মাস,
আজও নারীকে চিনিনি, সব যেন চিনেও না চেনার মত!

মিথ্যেকে ভুলে থাকার নাম সত্যাশ্রয়ী হওয়া, এও এক কপট বিরহ সুখ,
অথচ অসুখই অকপট চিরস্থায়ী হয়, এতটুকু সারতত্ত্ব বুঝতে আমার গেল তিনটি স্বপ্ননাশ,
আজও নারীকে চিনিনি, সব যেন না চিনেও চেনার মত!

শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮

জুতোপেটা সওয়া

মানুষের ছায়াপথে মৃত্যু মিছিল
গ্রহণের দিন শেষে কান নেয় চিল!

'পাখি সব করে রব' রাতি না পোহায়,
মগজে কিতাব নেই, কিতাবী পোকায়-

ভরে গেছে দেশকাল, চারিধারে দেখি,
তবুও শখের বশে কবিতাও লিখি।

বিদূষক মন্ত্রী পেয়ে গদগদ রাজা,
উঁচুদরে গাধা পুষে উচ্চৈঃশ্রবা সাজা-

ভড়ং এর ভাগ্য মেপে বাবু বনে গেছি,
সত্যের জবার বাপু কেন মিছামেছি-

চাইছ এই মরার দেশে বেয়াক্কেল হয়ে,
জুতোপেটা খাচ্ছ যা, হেসে যাও সয়ে!

বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

গরবিনী

আমার কুটীরে দু'টো ফেনভাতে পরমানন্দে থাকো,
আমার এ হৃদয় নিখিল কাঙাল, চুলের গোছায় রাখো।
কত বিনিদ্র বিষাদের রাতে তুমি আমাকে বেসেছো ভালো,
কত সকালের সূর্য গিয়েছে, আমাকে দেয়নি আলো।
আমার দু'চোখ আষাঢ়ে আঁধার, মেঘে মেঘে আমি অন্ধ,
ঝড়ের ঝাপটা আগলে দিয়েছ, জানালা দিয়েছ বন্ধ।
বন্যা ভেঙেছে মনের উঠোনে, আমি নির্বাক চেয়ে আছি,
জলকাদা মাখা জীবনের সাথে তোমাকে মাখিয়ে বাঁচি।
কোন অভিযোগ নেই যে তোমার, আমি সেই দায়ে চিরঋণী,
আমার যেখানে গরব শূণ্য, তুমি তা-ই পেয়ে গরবিনী!

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...