বিষন্নতার অনুভব
মানুষের একার,
আমার অবিশ্বাস-
বাদবাকী চতুষ্পদেরা, ডানাওয়ালারা,
পদহীন অথবা
বহুপদী সরীসৃপেরা, জলজরা বিষন্ন নয়,
তাদের জীবনগুলো
কোন নৈর্ব্যক্তিক অভিপ্রায়ে ছোটে,
আর আমাদের
ব্যক্তিজীবন তো প্রতিনিয়িত ব্যক্তি থেকে ব্যক্তির প্রতি
দায়বদ্ধতার সূত্র
মেনে চলে।
আমরা প্রাণী
হিসেবে স্বাভাবিক নই,
আমাদের অনেক
অস্বাভাবিকত্বের নাম ‘সর্বশ্রেষ্ট’ হওয়া প্রাণীকূলে,
আমাদের অনেক উদোম
আবেগকে জামা-কাপড়ের নিচে মুড়িয়ে চলার নাম মানুষ হওয়া,
কতগুলো অত্যন্ত
আকাশচুম্বী নীতির দালানে থাকার নাম- মানবজীবন,
এমন জীবনে আমি
কেন যেন ক্ষ্যাপা হয়ে গেছি!
আমার দারুণ
বিষন্নতা আসে,
যে বিষন্নতা- আমি
জানি না পোষা কুকুরেরও আসে কি না,
আমার এত রাশি
রাশি পিলপিল করা সহজাত মানুষের ভীড়েও
লাগে অকৃত্রিম
একা, আমি পাংশু হয়ে যাই, সকল আলোর উৎসবেও,
বিবর্ণতা আমাকে
ঘিরে ফেলে চোখের পলকে।
আমার দারুন
বিষন্নতা আসে,
এই অনুভব শুধু
মানুষেরই হয়ত বা হয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন