শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

লোহিত-বিকচ-নেত্রী

 

রুধিরতৃপ্ত কৃপাণ ঐ দখিন করে করালিনী

লোহিত-বিকচ-নেত্রী আসবভরে

ঘোরা, মুণ্ডস্রজা, নৃকর-বসনা;

গজগমনা দনুজ-তনু-দলনী সৃজন-প্রলয়-কর্ত্রী

অহো! লোহিত-বিকচ-নেত্রী!

 

কালী কালী মহাকালী, কাল-ঈশ্বরী, মহামায়া

মহালক্ষ্মী, মহাদুর্গে, চামুণ্ডে, শিবে হরজায়া

সংহারলীলা-হোত্রী

অহো! লোহিত-বিকচ-নেত্রী!

 

 

 

 

 

 


1 টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    উত্তরমুছুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...