শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

কথা বলো

 

কথা তো বলতে হবে আজ নয় কাল,

না হয়ে সজোরে দিলে নাড়া ঝরে যাবে কাগজের ফুল,

হিংস্র সুঁচালো দাঁতাল হাসিতে যত চাপানো মুখোশ;

ভেঙে যাবে এক ঘায়ে গোটা কয় ভুল, অঢেল অসন্তোষ

পাঁজরে আড়াল, তবু কথা তো বলতে হবে!

 

কথা বলো

প্লিজ কথা বলো

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...