হর-উরসিজ নীল-পঙ্কজ, হের মন, কার কামিনী?
বিগলিত-কেশী, শশীমুখে হাসি, নরকপাল-মালিনী!
বরাভয়করা, অসি-শির-ধরা, গায়ে রুধিধারা,
মরি রে!
ও রূপে মজেছে ত্রিপুরারি শিব, পদতলে আছে
পড়ি রে!
মজে ভব-পঙ্কে, বিশাখ আতঙ্কে, কৃপাপাঙ্গ
মাগে জননী,
ডাকিলে সন্তানে, মায়ে গো না শোনে, এ কথা
তো কভু শুনিনি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন