বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

এ কথা তো কভু শুনিনি

 

হর-উরসিজ নীল-পঙ্কজ, হের মন, কার কামিনী?

বিগলিত-কেশী, শশীমুখে হাসি, নরকপাল-মালিনী!

 

বরাভয়করা, অসি-শির-ধরা, গায়ে রুধিধারা, মরি রে!

ও রূপে মজেছে ত্রিপুরারি শিব, পদতলে আছে পড়ি রে!

 

মজে ভব-পঙ্কে, বিশাখ আতঙ্কে, কৃপাপাঙ্গ মাগে জননী,

ডাকিলে সন্তানে, মায়ে গো না শোনে, এ কথা তো কভু শুনিনি!   


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...