উঠোনের প্রান্ত জুড়ে সবুজ দুর্বাঘাস, স্নিগ্ধ শিশিরস্নাত,
কলতলা ছেয়েছে ঝরা শিউলি ফুলে, নতুন খড়ের ঘ্রাণ,
ধান এলো, পূরব-রাগে রবিকরনিকরযুত শারদপ্রাত—
নেই আর, আমি ইটের গাঁথুনি মাঝে জাঁপটে ধরেছি প্রাণ—
কোনক্রমে। এ আমার ক্ষুদ্র আলয়, সে আনন্দে কত ‘মহালয়া’
ঘুমিয়ে দিয়েছি পার— কত দেবীমুখ, দিব্য
ভুলে গেছি,
বিনা শ্রমে, তবু ভুলে থাকা মহাপাপ নয়!
ইঞ্চি ইঞ্চি বেড়েছি কায়ায়, অন্তরে হয়েছি ক্ষয়,
হচ্ছিও নিত্যদিন, একটু একটু করে, অজেয় মায়ায়—
চোখ বুজে পড়ে আছি আত্মপুরুষে দিয়ে মিথ্যে জলদান,
বলি ‘তৃপ্যতু’, হাঁটুজল অস্তিত্বস্রোতে নেমে সঘন ছায়ায়—
আমি শুনি, যে গেছে, আসে না তার ‘আগমনী গান’!
আজ মহালয়া!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন