মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

মগ্ন

 

ধীরে ধীরে আরো মাটি সরে যায়,
ধীরে ধীরে কারো ঘর পুড়ে যায়,
দেউলে নীরবে দেবতা হয়েছে ভগ্ন,
এখনো কি সুখে মানুষ হয়েছ মগ্ন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...