ঘুম আসে মা, ঘুম আসে।
কোলের পাশে নই জননী—
তবুও আমার ঘুম আসে মা,
আমার বড্ড ঘুম আসে।
পৌষ-প্রভাতে দুর্বাঘাসে,
শিশির-কণায় অরুণ হাসে,
চাঁপা ফুলের গন্ধে করুণ—
চাপা বুকের বামপাশে,
কাঁপন লাগে, মাতম জাগে,
হাওয়াতে তার সুর ভাসে!
তবু বড্ড আমার ঘুম আসে।
কোলের পাশে নই জননী—
তবুও আমার ঘুম আসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন