রবিবার, ১০ অক্টোবর, ২০২১

‘গচ্ছ দেবী মমান্তরম্‌’

 

আবাহনে বলি বাহিরেতে এসো জননী,

বাহিরে রয়েছ এই ভেবে করি কত ভ্রম!

যাবে বা কোথায় যদি বসতি করেছ হৃদয়ে

‘গচ্ছ দেবী মমান্তরম্‌’!

 

কত দিশি ঘুরে, কত মন্দিরে,

আলোকে আঁধারে কত মন্ত্রের পূজা আয়োজন!

দু’আঁখি মুদিয়া হয়নি তো দেখা,

তুমি জেগে আছো বুকে, স্নেহকরে কর পরশন!

পথেশ্রমে হল পদযুগে ব্যথা,

বৃথা খুঁজি তারই উপশম!

যাবে বা কোথায় যদি বসতি করেছ হৃদয়ে

‘গচ্ছ দেবী মমান্তরম্‌’!

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...