চারিধারে গড়ি আপনার কারা,
তারই মাঝে একা রব হে!
দু’দিনের সুখ, দুদিনেই সারা,
মোহরস-ভরা, তব ভব হে!
বাঁধিয়া রাখিতে ভালবাসে যারা,
বিপরীতে তারা তুলে নেয় খাঁড়া,
কত গানে গানে, কত মিছে টানে,
আমি বুক খুলে কারে কব হে?
সাধ হয় করি তরুতলে বাস,
তাহে যদি মরে বাসনার আশ!
কে দেবে তাপিতে এমন আশ্বাস-
আমি তারই পদধুলি মাথে ল’ব হে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন