সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

ভরসা

 

এই হরষে মগ্ন, বিষাদে ভগ্ন, তাপিত, রুগ্ন শরীরে,

করি বিষপান, বাঁধি মিছে গান, অন্তরে জ্বলে মরি রে!

 

যা দিয়েছে বিধি নইরে তুষ্ট, হৃদয় নিয়ত বাসনাপুষ্ট,

ক্রমশ হয়েছি বিষয়ক্লিষ্ট, তবু তাই নিয়ে প্রাণ ধরি রে!

 

রইতে দু’আঁখি, আলোক না দেখি,

দিয়েছে কে ফাঁকি আঁধারে?

ভাবি দিয়েছে কে ফাঁকি আঁধারে!

 

যা কিছু আশায় ভেসে যাই স্রোতে, পথ হতে পথে,

এইবেলা দেখি এই আশাহতে, ভরসার কেহ নাহি রে!

 

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...