কোল নে পাষাণের মেয়ে
আর কত তুই রাখবি ফেলে?
চৌদিকেতে নাম রটেছে
বিশাখ নাকি তোরই ছেলে!
দুধের মুখে বিষ তুলে মা,
ও মুখের পানে নয়ন মেলে,
হাত বাড়ায়ে বসেই আছি,
পায়ে তবু দিস মা ঠেলে!
আমি দুর্গা বলে এই অকুলে
ভাসব কত দুঃখ জলে,
ছেলের তরে নাই মা দয়া,
কাঁদাস আমায় কতই ছলে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন