সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

তুমি আসো নাই

 

যে কথা হয়নি বলা তোমারে

আহত পন্নগের মত চলিতেছি পথস্রোত, আশ্রয় আশে

তটিনীতীর, বিটপীমূলে, কন্দর অন্ধকারে

শতাব্দীর কণ্টক-মণ্ডিত অচেনা অজানা ঘাসে

বক্ষ পাতিয়া আমি চলিতেছি এক কল্প-কাল,

তুমি আসিবে বলে গোপন অভিসারে প্রিয় হে

আমারে বাঁধিতে আমি বুনিয়াছি জাল,

কত না কথার ছলে।

তবু যাহা হয়নি বলা তোমারে

তাহা বলিব বলে পৃথিবীর অন্তরে, নিরন্তর কল্লোলে

বধির ব্যধি সাধিয়াছি কর্ণপটহে, আমি করিয়াছি ধ্যান

বাঁধিয়া হৃদয়দ্বার কঠিন মন্ত্রবলে বিগতমোহে

হইয়াছি প্রস্তরের প্রায়

তুমি আসো নাই।

 

আকাশ গিয়াছে ভাসি অন্য কোন আকাশগঙ্গায়,

তারাদল ডুবিয়াছে, আঁখিতারা অহনিশি অধীর চঞ্চল

জোয়ারে ভাসিয়া যায়- তুমি আসো নাই।

 

 

 

 

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...