কি নিয়তি নিয়ম বলে নিয়ত নিরয় বাস
অবিনীত তবু চিত ছাড়ে না বিষয় আশ!
আছি কৃতান্ত করপুটে, ছাই মাটি ঘেঁটেঘুটে,
পথে পথে ছুটে ছুটে, দিবা যামী পক্ষ মাস!
না পূজিয়া কালীপদে, তলিয়েছি মোহ মদে,
নাও পদ-কোকনদে, বিশাখ তোমার দাস!
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন