এমন একবার দু’বার তো নয়—
যেখানে ফেলেছি নোঙ্গর ভাসব বলে, তলিয়েছি অতলে—
ঠিক সেখানেই; কেন জানি এমন হয়—
দু’চার বার তো নয়।
অগুনতি, আক্ষেপে কত বিপক্ষে গেছি কথিত সুহৃদের—
পদাশ্রয়ে নামিয়ে মাথা বিপদহারী ঈশ্বরের—
বেদীতলে, ভেবেছি হাড়িকাঠে মিলেছে অভয়—
তবুও তো খড়্গ এসেছে নেমে—
এমন কয়েকবার তো নয়,
কেন জানি এমনই হয়।
এমনই করে ভূমিধ্বসের দিনে দাঁড়িয়ে ঠাঁই—
পর্বতপৃষ্ঠে, ভেবেছি এই
তো অচল, আমি অবিকল
বেঁচে যাই— ইষ্টে-অনিষ্টে,
তবুও তো ভেতরে মৃত মাটিচাপা—
ক্রন্দসীদীর্ণ বুকফাটা— হৃদয়কন্দরে
হতশ্রী স্বর-কাঁপা—
কুরূপা রাগিনীর আলাপ-বিলাপ গাই।
কেন জানি এমনই হয় বারেবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন