শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

স্বাগত মার্জার-শিশু


মানুষের ক্রুর ধরণীতে স্বাগত নতুন প্রাণ।

মানুষ বাসে না ভাল অন্য মানুষেরে,

মানুষ চাহে না আর বিটপীছায়া, বিহগ কলতান

জানে না প্রেম প্রাতের ফুলের সাথে,

রবির করস্নাত শিশিরফোঁটায় নিবদ্ধ মাটির গান

তাকে ভাবায় না ইদানীং কদাপি নিশুতি রাতে

নির্নিমিখ নির্ঘুম গুঞ্জে মরা ছন্দস্রোত।

 

মানুষের অতল বুকে জিঘাংসা খরস্রোতা,

অক্ষিগোলকে ঘোরে দুর্দম প্রতিশোধ

স্পৃহা, প্রত্যহ, ঘোরতম স্বার্থ দ্বন্দ্বাঘাতে

প্রবল বেগে আকাশে বাতাসে আঁধারে জ্যোৎস্নায়।

তোমারও যেন পৃথিবী হয় ঠিক এখানেই,

দু’একটি মাছের কাঁটা আর দুটি ভাতে,

যদি থাকো মানুষেরই সাথে কোনদিন

কোন দোপেয়ে জন্তুর ঘরের কোনায়।

 

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...