বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

কাল-হৃদে কালো-পদে

 

কাল-হৃদে কালো-পদে আ মরি কি রূপ ক্ষরে,

যেন শ্রাবন-সঘন মাঝে শত চন্দ্রজ্যোতি ঝরে।

 

নিরমল মুখ চন্দ্রে, হাস্যময়ী নাদ-মন্দ্রে,

উল্লসিতা ছন্দে ছন্দে রঙ্গে রঙ্গে নৃত্য করে।

 

কপাল-কৃপাণ-ধরা, বর-অভয়-করা,

তারো গো বিশাখে ত্বরা, ভয়হরা ভবঘোরে।

 

 

দেখি কখন সুরারোপ করতে পারি।

 

 

 

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...