বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

কুড়ানো কাঁটার মালা

 

যদি সকলে ফিরাবে, সকল দুয়ার হতে,
মাগো, তোমার দুয়ার বন্ধ রবে না জানি,
দশদিশি ঘুরে পথে, তোমারি চরণে টানি-
আমি আপনা মিটাব হৃদয়ের যত জ্বালা,
ওমা, তোমারে পড়াব কুড়ানো কাঁটার মালা!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...