যদি সকলে ফিরাবে, সকল দুয়ার হতে,
মাগো, তোমার দুয়ার বন্ধ রবে না জানি,
দশদিশি ঘুরে পথে, তোমারি চরণে টানি-
আমি আপনা মিটাব হৃদয়ের যত জ্বালা,
ওমা, তোমারে পড়াব কুড়ানো কাঁটার মালা!
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন