সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

পিছে তুমি তারে ডেকো না

 

যে চোখ দেখেনি ভোরের সূর্য্য,

দেখেনি কখনো জ্যোছনা,

সেও যদি যাবে জলের অতলে,

মাঝি তুমি তারে ডেকো না।

 

যে বাতাসে তার জাগেনি গো ভাষা,

বুকের পাঁজরে এক কণা আশা।

জন্মই যার অন্তিম পথে নিরালায় ক্ষণ গোনা—

মাঝি তুমি তারে ডেকো না।

 

জননীর কোলে জন্মে,

ও তার জননীর স্নেহ-চুমে,

ফুলের মতন নেতিয়ে পড়েছে,

লুটিয়ে পড়েছে ঘুমে।

 

যে প্রাণ বোঝেনি প্রাণের বেদনা,

তবু মৃত্যু নিয়েছে চিনে,

তুমি মুখ ফিরে দেখো,

ওকে বুকে করে আর বেঁধো না।

হারানোর এই লম্বা মিছিলে,

পিছে তুমি তারে ডেকো না।

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...