শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

গোসাপের কর্ম

 

শেষ রাত্তি ডিসেম্বরে

রসরাজে মনে করে,

কুক্কুট এনেছি ঘরে,

রেঁধে খাব মনে আশ।

গৃহ মম নদীতীরে,

ঘন বন আছে ঘিরে,

তারই মাঝে করে প্রভু

ক’খানা গোসাপ বাস!

 

প্রভাতে আলস্য ত্যাজি,

রসরাজ নাম ভজি,

গিয়াছি হরিতে হরি-

কুক্কুটের প্রাণধন!

দেখি ধর-মুণ্ড নাহি তার,

অর্ধদেহ- কদাকার,

গোসাপে গিলেছে তারে

বুঝে গেছি বিলক্ষণ!

 

না জানি কি পাপফলে,

ক্ষরিত রসনাজলে,

দিতে নারি বৎসরান্তে,

দু’বিন্দু কুক্কুট-ঝোল!

বল প্রভু রসরাজ,

কি বিধান হয় আজ,

কি শাপে গোসাপে করে

শুভকর্মে গণ্ডগোল?

 

______________________

 

ঘডোনা সইত্য

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...