শনিবার, ২৫ মে, ২০২৪

হর হর শিব শম্ভু

 

পঞ্চবদন বৃষভবাহন দেব পিনাকপাণি

ভূজঙ্গধর শশধরধর হর হর শিব শম্ভু। 

ভুবনপাবন ভবানীরমণ ধূর্জ্জটি মহাকাল

গঙ্গাশরণ মদনদহন মহাপ্রপঞ্চ-জাল- 

হর, যেন বজ্রনিনাদে শিব শিব গাহে কম্বু। 

নিখিলেশ্বর গিরিজাপতি হর হর শিব শম্ভু।। 

বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

সব গেছে

 

আরো যত এই মৌনী রাত্রি গাঢ় হয়

খুড়ুলে পেঁচার দল বেরোয় কোটর হতে।

জীবনমথিত স্মৃতিপুঞ্জ- পতঙ্গবৎ ওড়ে

অলিপ্ত সমাপ্তির নিঃসীম যাত্রাপথে- 

জনান্তিকে, অন্ধকার ঘিরে- 

তারা কালের গর্ভে মিলায়; 

পেঁচার গ্রাসে। 


অসহ এ সময়, অব্যক্ত দুর্বিপাক

নাড়ে কুটীরের কড়া, ভীষণ ঝঞ্জায় 

কুঞ্জে গুঞ্জে মেঘ আসে। 

পেঁচার গ্রাসে- 

গেছে জন্মলব্ধ- ঘুম পাড়ানির ছড়া, 

কাঁপন ধরা গান, নিলয়-ঘ্রাণ

অতীতকালের কত। 


সব গেছে… 

বুধবার, ১ মে, ২০২৪

তবু কারো ভ্রুক্ষেপ নেই

 

আজ কবিতাগুলো বিপন্ন, 

গৃহহারা গানের কলি এই রোদ্দুরে

ঘুরে মরে অচেনা জনপদে, 

প্রতিমাকৃতি ছবি কত- বিবর্ণ-

অসারতায় ধুলোর অন্তরালে যায়,

তবু কারো ভ্রুক্ষেপ নেই। 

বরং একরাশ আক্ষেপ আকাশভরা

আঁধারে ফেরে রাত্রির গায়-

হতশ্রী বিদায়ী জনমের। 


সংক্ষুব্ধ সাগরজলের স্রোতে যেন

ভেসে চলেছে অগুনতি জঞ্জাল,

প্রদমিত বাসনাপুঞ্জ বিশ্বভুবনের-

তবু কারো ভ্রুক্ষেপ নেই। 

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...