মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

তোমার ঠিকানা নেই


আকাশের কাছে খবর করেছি, তোমাকে দেখেনি কেউ
অথচ জানিনে কেন যে আমার ভেতরে উথাল ঢেউ-
বজ্র ঝলকে বজরা আমার ভাসিয়ে দিয়েছি ঠেলে
মাঝিরা বলেছে, বাবু গো তোমার ঘাটের ঠিকানা পেলে?
জানিনে কোথায় চলেছি পাথারে ব্যথার বৈঠা টেনে,
বিরানী বাতাসে মেঘ উড়ে আসে হৃদয়ের মাঝখানে।

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...