আকাশের কাছে খবর করেছি,
তোমাকে দেখেনি কেউ
অথচ জানিনে কেন যে আমার
ভেতরে উথাল ঢেউ-
বজ্র ঝলকে বজরা আমার ভাসিয়ে
দিয়েছি ঠেলে
মাঝিরা বলেছে, বাবু গো
তোমার ঘাটের ঠিকানা পেলে?
জানিনে কোথায় চলেছি পাথারে
ব্যথার বৈঠা টেনে,
বিরানী বাতাসে মেঘ উড়ে আসে
হৃদয়ের মাঝখানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন