মানুষ বলেই আজ এত ভয় পাই।
দেবতা হলে তো আমি পাথরই হতাম!
প্রতীক্ষিত হৃদয়ের প্রত্যাখ্যাত আশা
বুকের গহীনে পুষে পূজাও পেতাম।
দেবতা হলে তো আমি পাথরই হতাম!
প্রতীক্ষিত হৃদয়ের প্রত্যাখ্যাত আশা
বুকের গহীনে পুষে পূজাও পেতাম।
নির্বিবাদী বিরাগীর অলিপ্ত হাতে
অধিকার অবাঞ্ছিত ব্রত সুকঠিন।
প্রণয়ের অভিসন্ধি প্রতিমার সাথে
অন্ধকার গর্ভে এসে অন্ধকার লীন!
অধিকার অবাঞ্ছিত ব্রত সুকঠিন।
প্রণয়ের অভিসন্ধি প্রতিমার সাথে
অন্ধকার গর্ভে এসে অন্ধকার লীন!
তবুও তো ভালবাসা বুকে নেয় ঠাঁই
অনাহূত ভিখারির দারিদ্র্যতা নিয়ে।
মানুষ বলেই আমি এত ভয় পাই
ভিখারির শূণ্য হাত ভরাব কি দিয়ে?
অনাহূত ভিখারির দারিদ্র্যতা নিয়ে।
মানুষ বলেই আমি এত ভয় পাই
ভিখারির শূণ্য হাত ভরাব কি দিয়ে?
(অসমাপ্ত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন