অপদার্থ নির্বোধদের উচিত অপদার্থ নির্বোধদের ভালবাসা।
নয়ত ভেজা বারুদের গুরুত্ব নেই কোন আগুনের কাছে!
নয়ত ভেজা বারুদের গুরুত্ব নেই কোন আগুনের কাছে!
মানুষ তো পোষা পাখির জন্যও কাঁদতে জানে,
মানুষের জন্য হু হু করে বুক ভাসা- এ আর দুর্লভ কি জিনিস!
মানুষের জন্য হু হু করে বুক ভাসা- এ আর দুর্লভ কি জিনিস!
অতএব হে নির্বোধ, সব কান্না গুরুত্ববহ নয়!
যে কান্না আমাকে করেনি বজ্রের মত মন্দ্র কঠিন
আমি তাকে নিয়ে লিখেছি অবিরল নিশুতি ব্যথার গাঁথা!
আমি তাকে নিয়ে লিখেছি অবিরল নিশুতি ব্যথার গাঁথা!
মানুষের একটা শ্রেণী- চিরকাল এমনই আত্মঘাতী হয়!
অতএব হে নির্বোধ, সব কান্না গুরুত্ববহ নয়!
কবিতাটি ১১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৩/০৯/২০১৭, ১৮:৪৪ মি:
প্রকাশের সময়:০৩/০৯/২০১৭, ১৮:৪৪ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন