বিরহী নিশীথে    কনকনে শীতে
       ঘুম নেই মনে দ্বন্দ্ব।
বিড়ি টিড়ি টেনে  ভাবছি এ ক্ষণে
       লিখিই ত্রিপদী ছন্দ।
কবিতা আমার   কথার খামার
     অবহেলা পেয়ে শেষে
ফেবুর ক্যাঁচালে   বড় গোলমালে
    মরে গেল বানে ভেসে।
এই ফেসবুকে     কিসের অসুখে
     মজে আছি আমি হায়
কত কি যে লিখি  কত কি যে বকি
      মন নেই কবিতায়।
মাঝেমাঝে তাই  ভয়ে পেয়ে যাই
   পড়ে গেছি একি ফাঁদে।
নেই আর ভাষা   প্রেমে টেমে ঠাসা
    সাঈদীকে দেখি চাঁদে।
মনে গাদা গাদা   হাসিনা খালেদা
   মোদী ফোদী ট্রাম্প ক্যাস্ত্রো
কবিতা কি করে  মনে আর ধরে
      কলম কাড়লে অস্ত্র?