আমি জল ছলছল প্রেমিকার চোখে
ছল করে আসি প্রেমাতুর, 
বাঁধ ভেঙে আসি, গ্রীবাদেশ ছুঁয়ে
চিবুক চুমিয়ে অঙ্কুর- 
করি চকিত শরীরে চাবুকের ক্ষুধা,
চিকুরে মাতাল লাবনী,
আমি জোর করে ধরি কব্জি তোমার 
ছাড়ব বলে তো ধরিনি!

এই আমি, দেখো, বড় বেসামাল
চোখে মুখে দেখো দাবানল!
ওষ্ঠ অধরে রিরংসা নাচে তাণ্ডব,
হৃদয়ের পিছে জীবনের টান টলমল!

ছুঁয়ে ছুঁয়ে দেখ প্রতিটি ইঞ্চি
প্রতি রোমকূপে আমি জর্জর! 
কবিতায় আমি ফুল হয়ে ফুটি
মানুষ আমি যে বর্বর!

-০-

এপ্রিল ৭।১৭