এখানে আমি তুমি আমরা তোমরা
আরও একজন আছে- আমাদের ভেতর থেকে প্রক্ষিপ্ত বাইরে
তরঙ্গায়িত অচ্ছেদ্য অন্ধকার, দেখতে কি পাও?
আরও একজন আছে- আমাদের ভেতর থেকে প্রক্ষিপ্ত বাইরে
তরঙ্গায়িত অচ্ছেদ্য অন্ধকার, দেখতে কি পাও?
কোনদিন আমরা দেখতে পাব আমাদের।
কোনদিন আমরা জানতে পারব আমাদের সীমান্ত, সমুদ্রের ধার,
দিগন্তের হিল্লোল নিঃশ্বাস, নিস্তব্ধ, জনাকীর্ণ একক জীবন,
বহুবিধ বহুত্বের আবরণে আমাদের মিথ্যে সংসার
আমাদের সামনে এসে দাঁড়াবে নির্বাণের হাসি নিয়ে।
কোনদিন আমরা জানতে পারব আমাদের সীমান্ত, সমুদ্রের ধার,
দিগন্তের হিল্লোল নিঃশ্বাস, নিস্তব্ধ, জনাকীর্ণ একক জীবন,
বহুবিধ বহুত্বের আবরণে আমাদের মিথ্যে সংসার
আমাদের সামনে এসে দাঁড়াবে নির্বাণের হাসি নিয়ে।
একি মৃত্যু? একি মুক্তি? একি সান্ত্বনার সাজানো সম্ভার
আমরা সকল যুক্তিতত্ত্ব অথবা যুক্তিহীনতার পরতে পরতে রাখি?
একি শেষের প্রশ্ন? একি সূচনার সূতিকাগার?
অথবা এসব কি নিছকই কল্পনা? অথবা বল সবই কি কল্পনার
যোগ্য করে আমরা বাস্তবে বানিয়ে নিই? আমাদের ইচ্ছে মত আঁকি
অদৃশ্যকে আমাদের রঙ রূপে? প্রশ্ন আমার।
আমরা সকল যুক্তিতত্ত্ব অথবা যুক্তিহীনতার পরতে পরতে রাখি?
একি শেষের প্রশ্ন? একি সূচনার সূতিকাগার?
অথবা এসব কি নিছকই কল্পনা? অথবা বল সবই কি কল্পনার
যোগ্য করে আমরা বাস্তবে বানিয়ে নিই? আমাদের ইচ্ছে মত আঁকি
অদৃশ্যকে আমাদের রঙ রূপে? প্রশ্ন আমার।
যেখানে চোখ খুললেই অন্ধকার
সেখানে চোখ বুজে রাখলেই ভাল!
সেখানে চোখ বুজে রাখলেই ভাল!
কবিতাটি ১১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:২২/১১/২০১৬, ০৭:৩৮ মি:
প্রকাশের সময়:২২/১১/২০১৬, ০৭:৩৮ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন