প্রত্যহ পরাঙ্মুখ জীবনেরে বলি-
আজিও বাঁচিতে হয়? বাঁচিয়া রহিলি?
এতাদৃশ কুহেলীর সমাপন আশে
অনেক দুখের ঘোরে ঘোর অট্টহাসে
আমি হই প্রগলভ কবি!

যাহা তুমি দিয়াছ মোরে
আমি ফিরায়েছি সবই!