কোন করুণৌড়ব রাগিণীর মত বেজেছ আমার মনে
মন্দ্র গোধূলি ক্ষণে।
সেদিন বাতাসে বিজুলি গন্ধ, তোমার আঁচলে অচল বন্ধন
কাঁপে অতুল আবেগে বিরহাহত
বিমূর্ত ক্রন্দনে।
অনাহুত মেঘ আকাশের বুকে অনিবার ঝরে গেল
আমি প্রবাসের পথে
ভরা শূণ্যতা সঙ্গে আমার ভেতরে বাহিরে ভারী
তুলেছি পাথেয় রথে,
চোখ মুছে কোন মতে!
মন্দ্র গোধূলি ক্ষণে।
সেদিন বাতাসে বিজুলি গন্ধ, তোমার আঁচলে অচল বন্ধন
কাঁপে অতুল আবেগে বিরহাহত
বিমূর্ত ক্রন্দনে।
অনাহুত মেঘ আকাশের বুকে অনিবার ঝরে গেল
আমি প্রবাসের পথে
ভরা শূণ্যতা সঙ্গে আমার ভেতরে বাহিরে ভারী
তুলেছি পাথেয় রথে,
চোখ মুছে কোন মতে!
গোটা কোলকাতা খা খা করে মরে দিনরাত
একা একা আমি বিতস্ত্র অসহায়,
আগুনের হল্কায়
ঝলসে তুলেছি মেদমাংসের মহাণ চেতনা,
মানুষের মত বেঁচে যেন আছি,
অমানুষ হব শংকায়!
একা একা আমি বিতস্ত্র অসহায়,
আগুনের হল্কায়
ঝলসে তুলেছি মেদমাংসের মহাণ চেতনা,
মানুষের মত বেঁচে যেন আছি,
অমানুষ হব শংকায়!
কেন পরশ পাবার এত ব্যাকুলতা, এত দীনতা বুকের কোনে
জমিয়েছি দিনেদিনে
কি যে হয়ে গেল, কেন হয়ে গেল, জানিনে কিছুর উত্তর;
কেন যে এতটা প্রেমের মূল্যে
এতটা দহন নিয়েছি কিনে!
জমিয়েছি দিনেদিনে
কি যে হয়ে গেল, কেন হয়ে গেল, জানিনে কিছুর উত্তর;
কেন যে এতটা প্রেমের মূল্যে
এতটা দহন নিয়েছি কিনে!
বিশাখদত্ত
২৬/৭/১৭- রাত ৮:৪৫।
২৬/৭/১৭- রাত ৮:৪৫।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন