মানুষের মৃত্যুতে আর ব্যথিত হই না।
মাঝেমাঝে ভাবি কেউ কেউ বেঁচে আছে কেন!
মাঝেমাঝে ভাবি কেউ কেউ বেঁচে আছে কেন!
মানুষের মৃত্যুতে আমার আর লাগে না শোকস্তব্ধ ভার।
আমি ভাবি জীবন যাদের নেই তারা জন্মেছিল যেন
মেদ-মাংস-হাড় এক্সিবিশনের পিস হয়ে
আমৃত্যু অনিচ্ছার সং সেজে যেতে।
আমি ভাবি জীবন যাদের নেই তারা জন্মেছিল যেন
মেদ-মাংস-হাড় এক্সিবিশনের পিস হয়ে
আমৃত্যু অনিচ্ছার সং সেজে যেতে।
যারা বাঁচে না কোনদিন, তারা জন্মায় কেন?
ডানাভাঙা কাকেরও থাকে অন্তিম সহচর,
মাথার ওপরে কোলাহল, চোখের তারায় বিস্তর-
ওড়ার তৃষ্ণা দপদপিয়ে নিভতে থাকে যখন,
আকাশের আস্তর ফেড়ে তবু কিছু তারস্বর
তাকে বলে, 'তুমি এখানেই থাকো।'
মাথার ওপরে কোলাহল, চোখের তারায় বিস্তর-
ওড়ার তৃষ্ণা দপদপিয়ে নিভতে থাকে যখন,
আকাশের আস্তর ফেড়ে তবু কিছু তারস্বর
তাকে বলে, 'তুমি এখানেই থাকো।'
আর মানুষ কি পায়?
কবিতাটি ১৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৬/০৬/২০১৭, ১৭:৫২ মি:
প্রকাশের সময়:০৬/০৬/২০১৭, ১৭:৫২ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন