প্রতিটি মৃত্যুর জন্য আমি ব্যথাহত নই
বরং কিছু বেঁচে থাকায় আমি ভীষণ বীতশ্রদ্ধ!
বরং কিছু বেঁচে থাকায় আমি ভীষণ বীতশ্রদ্ধ!
এখনো যে শিশুর মুখে পাই মায়ের দুধের ঘ্রাণ
আমি চাই আগামীকালও সে থাকুক মাতৃক্রোড়ে!
মাটিতে নামলেই সব শিশু হয় না মানুষ-
আমি চাই আগামীকালও সে থাকুক মাতৃক্রোড়ে!
মাটিতে নামলেই সব শিশু হয় না মানুষ-
মহাপ্রাণ,
এ যন্ত্রণা আমারও যে জীবনলব্ধ!
দ্বিপদী জন্তুর গর্ভে এসেছে যে দ্বিপদী হবার ভ্রুণ
হতে পারে সে হোমো সেপিয়েন্স, কিছু পার্থিব গুণ
সে মগজে-মজ্জায় ধরে, অস্তিত্বের সংজ্ঞায় সে
মানুষেরই মত, হয়ত ভবিষ্যতে কোন মানুষের খুন-
হতে পারে সে হোমো সেপিয়েন্স, কিছু পার্থিব গুণ
সে মগজে-মজ্জায় ধরে, অস্তিত্বের সংজ্ঞায় সে
মানুষেরই মত, হয়ত ভবিষ্যতে কোন মানুষের খুন-
তারই হাতে হবে!
মহাপ্রাণ,
এ যন্ত্রণা আমারও যে জীবনলব্ধ!
কবিতাটি ১৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৩/০৭/২০১৭, ১৮:১৮ মি:
প্রকাশের সময়:০৩/০৭/২০১৭, ১৮:১৮ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন