অমিত্রাক্ষরের মত।
_________________
_________________
অবোধ চঞ্চল রে চিত মোর,
বিকট ভাদর তাপ বিটপিবিহীন বিজন দ্বিপ্রহর সম
আশার প্রান্তর, হুতাশন ঘোর-
ক্ষমা নাহি করে।
অনীশ অনিকেত জনের আকুতি নিষ্ফল,
অরতি অন্তরে চক্রাবর্ত বেগে
ত্রিদিবের অবরুদ্ধ দ্বারে দ্বারে ফেরে,
কণ্টকসংকুল লোকে,
পদে পদে বিপদশৃঙ্ক্ষল!
বিকট ভাদর তাপ বিটপিবিহীন বিজন দ্বিপ্রহর সম
আশার প্রান্তর, হুতাশন ঘোর-
ক্ষমা নাহি করে।
অনীশ অনিকেত জনের আকুতি নিষ্ফল,
অরতি অন্তরে চক্রাবর্ত বেগে
ত্রিদিবের অবরুদ্ধ দ্বারে দ্বারে ফেরে,
কণ্টকসংকুল লোকে,
পদে পদে বিপদশৃঙ্ক্ষল!
জননী জন্মভূমি অকলঙ্ক প্রাণের ক্রোড়
কুহক-কুজ্ঝটিকার মাঝে মিলায়ে গেল হায়!
অশন অন্বেষণ, তিয়াস মোচন আশে
রৌরবের পথে তুই ছুটিলি ত্রিবিক্রম,
ওরে প্রমত্ত প্রবল,
অমিত আনন্দে ওরে, বহুল বাঞ্ছায়-
প্রস্তরখণ্ডে দিয়া বৈদূর্য্য প্রমাণ মূল্য
সর্বস্ব বিকায়ে এলি ক্ষণকাল শেষে
অতঃপর বুঝিলি রে অন্তিমের ভ্রম,
ভিক্ষুকের বেশে-
অনন্তের অধিকারী অনশনে মরে!
কুহক-কুজ্ঝটিকার মাঝে মিলায়ে গেল হায়!
অশন অন্বেষণ, তিয়াস মোচন আশে
রৌরবের পথে তুই ছুটিলি ত্রিবিক্রম,
ওরে প্রমত্ত প্রবল,
অমিত আনন্দে ওরে, বহুল বাঞ্ছায়-
প্রস্তরখণ্ডে দিয়া বৈদূর্য্য প্রমাণ মূল্য
সর্বস্ব বিকায়ে এলি ক্ষণকাল শেষে
অতঃপর বুঝিলি রে অন্তিমের ভ্রম,
ভিক্ষুকের বেশে-
অনন্তের অধিকারী অনশনে মরে!
___________
অমিত্রাক্ষর আগে কয়েকবার লিখেছি। এবার একটু নিজের মত খেললাম। সাহিত্যের লোকেরা ভাল বলতে পারবেন কেমন লাগছে।
কবিতাটি ১১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৯/০৯/২০১৭, ১৮:০৮ মি:
প্রকাশের সময়:০৯/০৯/২০১৭, ১৮:০৮ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন