সেই যে গেরুয়াধারী মুণ্ডিতমস্তক,
পঞ্চবটীর পেছনে অজ্ঞাতনামা কোন দেহপসারিনীর
কাঁচুলিতে দিয়েছিল হাত, করেছিল কিছুটা প্রবেশ,
শিৎকারে নড়েছিল উরুসন্ধি, বিরজা হোমের শিখা,
ব্রহ্মচর্যপাত- যার কাছে গুপ্ত সাধন,
তাকেও তো আমি করেছি একদিন বিনা প্রশ্নে সাষ্টাঙ্গ প্রণাম,
সে আজ আমার প্রতিপক্ষ কেন?

কতিপয় দুরাশয় চিত্ত ভূজঙ্গমতি মনুষ্য নামধারী দুর্বৃত্তের হাতে
তুলে দিয়ে বৈরাগ্য বিধান, আমিও ছিলাম অনেক নিশ্চিন্ত!
উত্থানে অসমর্থ সংযম, অথবা লালায়িত কামনার দমিত দংশন
যাদের করেছে মহাজ্ঞানী, আমি তো তাদেরও বলেছি 'তাপস-
তপস্যার তেজে করো আমায় উদ্ধার! পাপের যে সংবহন-
ভেতরে আমার, দয়েশ্বর, দূরীভূত কর!'
তারা আজ আমার প্রতিপক্ষ কেন?

আফসোস!

আমার প্রতিপক্ষ কেন হবে কিছু ধূর্ত শৃগাল?
কিছু গলিত মাংসভুক শকুনের পাল, কিছু গুবরে পোকার দল?
কিছু লজ্জাশূন্য, পরজীবী, ছোটলোক, পরশ্রীকাতর-
হোক তারা ঈশ্বরের প্রত্যক্ষ দালাল-
আমার প্রতিপক্ষ কেন হবে?

____________________________

কিছু ভেকধারী তপস্বীর প্রতি।