মানুষ মরে নিখাদ যন্ত্রণায়,
আমি গোলাপ ফোটার কাব্য লিখি।
যেখানে কাঁটার খোঁচাই বাস্তবতা,
সেখানে পাপড়ি মেলার উপন্যাস
আজও অর্বুদ অর্বাচীনের সুখপাঠ্য।
আমি গোলাপ ফোটার কাব্য লিখি।
যেখানে কাঁটার খোঁচাই বাস্তবতা,
সেখানে পাপড়ি মেলার উপন্যাস
আজও অর্বুদ অর্বাচীনের সুখপাঠ্য।
মানুষের রক্তপাতে ধৌত সময়,
এ সময় নিবিড়তায় প্রেমিক হবার,
বনলতার চুলের অন্ধকার, মত্ত হয়ে
ত্রিসংসার ভরিয়ে ফেলি জীবনানন্দের
ভড়ং ধরে, দুর্লঙ্ঘ্য কাব্যোন্মদা কার-
বারংবার মৃত্যুর খবরাখবর রাখে?
এ সময় নিবিড়তায় প্রেমিক হবার,
বনলতার চুলের অন্ধকার, মত্ত হয়ে
ত্রিসংসার ভরিয়ে ফেলি জীবনানন্দের
ভড়ং ধরে, দুর্লঙ্ঘ্য কাব্যোন্মদা কার-
বারংবার মৃত্যুর খবরাখবর রাখে?
মানুষ মরে নিপাট লাঞ্ছনায়,
আমি হর্ষোল্লসিত, শুক্রস্খলের ডাকে
অতিমানবীয় প্রণয় গাথা লিখি।
যেখানে ভিটেমাটি উচ্ছেদই পরাবাস্তব
সেখানে তুলসী মঞ্চ গড়ার গান
আজও অজস্র নিদ্রিতের ঘুমের মন্ত্র!
আমি হর্ষোল্লসিত, শুক্রস্খলের ডাকে
অতিমানবীয় প্রণয় গাথা লিখি।
যেখানে ভিটেমাটি উচ্ছেদই পরাবাস্তব
সেখানে তুলসী মঞ্চ গড়ার গান
আজও অজস্র নিদ্রিতের ঘুমের মন্ত্র!
কবিতাটি ১৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৫/০৬/২০১৭, ১৮:১১ মি:
প্রকাশের সময়:০৫/০৬/২০১৭, ১৮:১১ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন