কিছু রাত নৈঃশব্দের,
অথচ অতন্দ্র, তদুপরি কবিতাবিহীন;
এমন কি হবার কথা ছিল?

মাথা ঘিরে শত-সহস্র দাঁতাল শুয়োর
প্রদক্ষিণ করে উল্লাসে কল্পনার বেদী,
অথচ সেখানে থাকার কথা ছিল
রবি ঠাকুরের ছত্র, অরুণোদয় অবধি-
প্রহর প্রহর গ্রাসী খেয়ালের সুর,
কিছু তার নেই, দূর বহু দূর,
তারা ভিনগ্রহে শুকিয়ে মরেছে।

অথচ এমন কি হবার কথা ছিল?