বারংবার অকৃতজ্ঞ কৃতঘ্নদের সুযোগ দিয়ে গেছি
আরও আরও অকৃতজ্ঞ হবার।
দোষ তো আমারই বলো?
জিঘাংসুদের দিয়েছি জুগুপ্সার ভার। অতি উদার-
হতে গিয়ে ছুরির ফলায় দিয়েছি একটা মাত্র হৃদয়
বারবার, অসংখ্যবার।
আমার আজও শিক্ষা হল না কেন?

আমি জানি কে আমার পেছনে আছে উদ্যতমুষ্টি,
আমারই প্রতাপে কে দেবে অর্ধচন্দ্রদান,
কার মুখে অমৃতফোয়ারা, শরীরে গরলপুষ্টি,
হলাহল-ফনী কে আমার কদলী-দুগ্ধে বাড়ে,
কার একান্ত চিন্তায় আমারই সংহার,
আমি চিনি হাড়েহাড়ে!

আরও আরও নীরবতায় অগণিত বার
আমি দিই বিনয়ী সম্ভাষণ। হুতাশন-
ত্বকীয় রন্ধ্রে পুরে, পরম স্বকীয়তায়
আমি সয়ে যাই বিষবাক্য শাণিত তূণীর,
দ্বিধায়, অনেক দ্বিধায়, আমি এমনই বিধায়-
এরা আমাকে গিলে খায় ছিঁড়ে ছিঁড়ে!

আমার আজও শিক্ষা হল না কেন?