অন্ধকারে ঘুম ভেঙে যায়, কপালে কার চুমো?
স্নেহের স্বরে কে বলল গো, 'খোকা এবার ঘুমো'?

আর জানি নে কার জননী কার কোকেতে দিলি,
মাগো জনম দিয়ে জনম ভরে আকুলিবিকুলি.....

এই ভবের দেহে বিষের বিভব মিশিয়ে দিয়ে তারা,
তুই মাতৃনামে গরবিনী, আমি যে কোল-হারা!

তাতে কি আর যায় আসে মা, আমি আমার মতই মরি,
আমিও তোকে দেখাতে চাই, মরতে কি ভয় করি!

আয় করালী, মুণ্ডস্রজা মৃত্যু মাতম নিয়ে,
নইলে এ ঘুম ভাঙবে না আর, দরজাকবাট দিয়ে....

পড়েই আছি, - বাঁচার বিকার আঁকড়ে ধরে দেহে,
যমের আমি নাম শুনিনি, যমটা আবার কে হে!