রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮

মাতলামির কড়চা - ১

রাত দু'টাতে ঘুম ছুটাতে ফেবুতে লেখেন পদ্য!
সঙ্গে পোড়েন মালবোরো আর অল্প গেলেন মদ্য!
অদ্য তিনি সুখেই আছেন সদ্য হলেন বেকার তাই,
গাঁটের কড়ি কমছে নিতি, নিত্য গেলার বোতল চাই!
নেশার ঘোরে কাব্য আসে ভোদকা গিলে দু'চার ঢোক,
ভুতের মত বাড়ছে ভুঁড়ি, লোকের সেদিক পড়ছে চোখ!
বৌ গিয়েছে বাপের বাড়ি, ফিরবে কি না সন্দ খুব!
এই সুযোগে বোতল খুলে, মাঝখানে তার মারছি ডুব!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...