মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮

প্রায়শ্চিত্ত নেই

যে গরল আমার দেয়া তার জ্বালা আমি জানি,
তাই বলছি না 'সুখে থেকো', শুধু বলছি 'বিদায়'
তুমি যতটুকু অনড় অন্ধকারে চিনেছ আমাকে
আমি কি অনেক আলোতে তার সিকিভাগ চিনি?

অতএব যেখানেই আছো,
যন্ত্রণার মুক্তদ্বারে আমাকে রেখো বন্দী অপেক্ষায়,
আমি জানি এর চেয়ে ভাল আমার জন্য কোন প্রায়শ্চিত্ত নেই!
কবিতাটি ১১৫ বার পঠিত হয়েছে। 
প্রকাশের সময়:১০/০৬/২০১৭, ১৮:৩৫ মি:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...