শেষ রক্ষা যখন হবে না তা জানি
তখন আর ভাঙনের পাড়ে ঘর বাঁধা কেন?
রাত গভীর হলে জেগে ওঠে পুরাতন কালো শীর্ণ হাত
চমকে যাই, কত জন্ম পরিচিত যেন;
যেন প্রতি জন্মে মৃত্যু সময়ে এই হাতে আমি
সঁপে দিই অনর্থক জীবনের অবিবিক্ত ভার।

আমিও যাদের ভালবেসেছিলাম, আজও ভালবাসি
তাদের অনেকেই চলে গেছে পৃথিবীর ওপাড়,
আমাকেও যারা ভালবেসেছিল, আজও বাসে ভাল
তাদেরও যে বুঝতে হয়- হোক বেদনার-
আমাকেও তো বিদায় দিতে হবে!

তবুও যে ইচ্ছাকৃত ভুলে থাকা, যে সুখের চিত্রপটে
দিতে চাই দিন রাত তুলির আঁচড়,
সেখানে কখনো কখনো নামে শাশ্বত বাণী-
চলে যাবে একদিন 'বাসাংসি জীর্ণানি'-
জানি জানি- তবু এই স্বরচিত সুরের বাসর
ফেলে যত বড় মায়া লাগে।