আমি অনেক অনেক অনেক বৃষ্টি ঝরিয়ে
পেয়েছি এক বিঘৎ মেঘচেরা সঙিন রোদ্দুর,
আমাকে কিছুটা উষ্ণতা নিঃশর্তে দাও,
দাও ছুরির ফলার মত বিঁধে আমৃত্যু প্রেম!

আমি অনেক অনেক স্বপ্ন ডিঙিয়ে শিখেছি
বাস্তবতার দিন কেমন বক্রগতি, কেমন বন্ধুর!
হাল ছেড়ে ছেড়ে বারবার পাল ওড়ালাম সভয়ে
অনেক শংকা বুকে, এ বাতাস, এ বিকট সমুদ্দুর
আমি একা একা- সত্যিই কি পার হয়ে যাব?

তোমাকে অনেক অনেক অসহায়ত্ব ধরে চাই,
অনেক দৈন্যতার তিক্ত রিক্ত দায়-দায়িত্ব ছেড়ে
আমি চাই অন্তত আরেকটা রাত্রি নিঃশব্দে ঘুম-
এর বেশী পরমায়ু পাই বা না পাই-
তোয়াক্কা করিনা কিছুর! তোমার বাহুর ডোরে
আমি আর না জেগেও সুখী হতে পারি।