আরও বৈপ্লবিক গাঁজার চাষে ধানের ক্ষেত মাড়িয়ে দেবার সাধ
গুড়েবালি, কপালে ব্যালট সিল, মহাশয় এত অসাম্য গরমিল-
ভাঙব বলেই আমরা কলকে ও কলম এক করে নিলাম।
ফলাফল- এক পাখি হাজার ঢিল, একটাও অব্যর্থ নয়!

যারা বোঝে না কবিতা ও সবজিওয়ালার হাঁকে সুরের কি ফারাক,
তাদের আজ সুসময়- লেকচার দিয়ে ভাগারে মরার!

মহাশয়, ছিলিমটা কৈ?