বস্তা বস্তা বিতর্কহীন বিশ্বাসের আড়তদারি,
এ বাজারে মঙ্গা নেই, মাথা বেচো, স্বজ্ঞে যাও-
অপেক্ষায় পুরুষোত্তম, আদিদেব, পরম-ঈশ্বর,
তুষ্ট করো তারে, এই ধরো মুষল, মুগুর;
থেতলে দাও গোটাকয় অবিশ্বাসীর মুণ্ডু
যাদের বিশ্বাস নেই তারা তো অসুর!
এ বাজারে মঙ্গা নেই, মাথা বেচো, স্বজ্ঞে যাও-
অপেক্ষায় পুরুষোত্তম, আদিদেব, পরম-ঈশ্বর,
তুষ্ট করো তারে, এই ধরো মুষল, মুগুর;
থেতলে দাও গোটাকয় অবিশ্বাসীর মুণ্ডু
যাদের বিশ্বাস নেই তারা তো অসুর!
একে অপরকে ছিঁড়ে ফেল, জরাসন্ধের মত,
দু'টুকরো, আড়াআড়ি ছিঁড়ে ফেল,
যে বাড়াবাড়ি করে, যে যায় তোমার বিরুদ্ধ পথে
তার গর্দানে দাও বিশ্বাসের কোপ-
তবেই তো ঈশ্বরের সান্নিধ্য সহজতর হয়,
অতএব ছিঁড়ে ফেলো, কিছু অসুরের লোপ-
আবশ্যক কি নয়?
দু'টুকরো, আড়াআড়ি ছিঁড়ে ফেল,
যে বাড়াবাড়ি করে, যে যায় তোমার বিরুদ্ধ পথে
তার গর্দানে দাও বিশ্বাসের কোপ-
তবেই তো ঈশ্বরের সান্নিধ্য সহজতর হয়,
অতএব ছিঁড়ে ফেলো, কিছু অসুরের লোপ-
আবশ্যক কি নয়?
কতিপয় কদাচার, সহস্র গ্যালন মাতাল কেচ্ছা
গিলে দিগ্বিদিক উপাসনা, যে করে না, সে পাপী!
ভগবানের মার্কেটিং এ যার নেই বিন্দুমাত্র ক্ষুধা,
সে অভুক্ত মরুক, ঈশ্বরের অদৃশ্য ঘরে ঝাঁপি-
ফেল, মাথাটা শূণ্য কর, পেটটা ভরুক!
গিলে দিগ্বিদিক উপাসনা, যে করে না, সে পাপী!
ভগবানের মার্কেটিং এ যার নেই বিন্দুমাত্র ক্ষুধা,
সে অভুক্ত মরুক, ঈশ্বরের অদৃশ্য ঘরে ঝাঁপি-
ফেল, মাথাটা শূণ্য কর, পেটটা ভরুক!
এত মসজিদ, এত মন্দির, এত গীর্জা, গুরুদুয়ার,
এত ঈশ্বরের বসবাস, অথচ মানুষ কোথাও নেই,
মানুষ কোথাও নেই স্রেফ মানবিক হয়ে।
পশু বাঁচে অনৈর্ব্যক্তিক স্বীয় প্রকৃতির কাছে,
আর মানুষকে মরতে হয় বিশ্বাসের দায়ে।
এত ঈশ্বরের বসবাস, অথচ মানুষ কোথাও নেই,
মানুষ কোথাও নেই স্রেফ মানবিক হয়ে।
পশু বাঁচে অনৈর্ব্যক্তিক স্বীয় প্রকৃতির কাছে,
আর মানুষকে মরতে হয় বিশ্বাসের দায়ে।
কবিতাটি ১৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:১৭/০৫/২০১৭, ১৮:১৭ মি:
প্রকাশের সময়:১৭/০৫/২০১৭, ১৮:১৭ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন