অবশেষে একদিন কোলকাতা মেঘ,
একদিন আচমকা টাপুরটুপুর,
একদিন খুব বেশী বেলা করে ঘুম,
একদিন বৃষ্টির অলস দুপুর-
তুমি পাশে নেই।
একদিন আচমকা টাপুরটুপুর,
একদিন খুব বেশী বেলা করে ঘুম,
একদিন বৃষ্টির অলস দুপুর-
তুমি পাশে নেই।
মেঘ আছে কালো কালো।
আছে অবিরাম বারিধারা, মল্লার সুর।
আছে অবিরাম বারিধারা, মল্লার সুর।
কবিতাটি ১৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৮/০৩/২০১৭, ১৩:০২ মি:
প্রকাশের সময়:০৮/০৩/২০১৭, ১৩:০২ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন