দখিনের মেঘ আরও দখিনে কি যেতে পারো?
নীলাম্বুধির পাড়, যদি শোন তার মৃদু মল্লার,
বলে দিও তাকে এখনও অনেক অশ্রুবিন্দু বাকী
এখনো যে বাকী হৃদয় ভিজতে কারো।

আমি এই পাড়

থির হয়ে থাকি, পাথরের মত অবিকল অবিচল
বলে দিও তাকে ঝড়ের মাতমে আমাকে ওড়াতে পারো
সেই সাধ্যতা তোমার ঝুলিতে খোয়া সম্বল,
আমার ভার যে বেদনায় পোয়াবারো!

তুমি আরও দখিনে কি যেতে পারো?