দীন-দুনিয়ার রঙ-তামাশায় ধর্মাধর্ম দিনকানা।
রাইতে দেখে সূর্য্যের আলো, দিনে চান্দের জ্যোছনা!
রাইতে দেখে সূর্য্যের আলো, দিনে চান্দের জ্যোছনা!
নিজের ধর্মে সবই সেরা, নিজে সচল সবাই খোঁড়া
অন্যের বেলা গলদ সকল, নিজেরটা ঠিক ষোলআনা!
অন্যের বেলা গলদ সকল, নিজেরটা ঠিক ষোলআনা!
আল্লা ভাল ঈশ্বর খারাপ, তোমার যা পাপ আমার সোয়াব
সোয়াব-গুনা'র হিসাব বোঝ, মানুষ বুঝতে শিখলা না।
সোয়াব-গুনা'র হিসাব বোঝ, মানুষ বুঝতে শিখলা না।
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান, রক্ত মাংসে সবাই সমান
একই মায়ের ভিন্ন সন্তান- তবু রক্তারক্তি কারখানা!
একই মায়ের ভিন্ন সন্তান- তবু রক্তারক্তি কারখানা!
আমি আছি গোলেমালে, ধর্ম আর অধর্মের তালে
ধার্মিক আমি ঠিকই হইলাম, মানুষ হইতে পারলাম না!
ধার্মিক আমি ঠিকই হইলাম, মানুষ হইতে পারলাম না!
কবিতাটি ২৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:২৫/১২/২০১৬, ১৮:৫৪ মি:
প্রকাশের সময়:২৫/১২/২০১৬, ১৮:৫৪ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন