যারা মানুষকে বাসে না ভাল, তারাও ভাল মানুষ!
তারাও জনগণনায়ক, লোকপাল, রাজরাজেশ্বর!
'জননী জন্মভূমিশ্চ' জাদুমন্ত্র ধুয়ে.........
তারাও জনগণনায়ক, লোকপাল, রাজরাজেশ্বর!
'জননী জন্মভূমিশ্চ' জাদুমন্ত্র ধুয়ে.........
যীশুর মতন হও ক্রুশে যাও! পিলাতেরা ফিরুক অভয়ে
সমস্ত গঞ্জ নগরে, অঢেল তস্ত্র সাধেরা যাক দস্যু দখলে।
তারা হোক নগরপিতা, গাঁয়ের মোড়ল, ঋদ্ধ মাতব্বর
যারা মানুষকে বাসেনি ভাল কখনো কোনদিন,
দিনদিন দলেদলে..........
সমস্ত গঞ্জ নগরে, অঢেল তস্ত্র সাধেরা যাক দস্যু দখলে।
তারা হোক নগরপিতা, গাঁয়ের মোড়ল, ঋদ্ধ মাতব্বর
যারা মানুষকে বাসেনি ভাল কখনো কোনদিন,
দিনদিন দলেদলে..........
তারাও মন্ত্রী সান্ত্রী হয়, তারা ধরে শোণিত খঞ্জর,
আমাদের শুষ্ক কন্ঠতলে। সমাজ শিরে সংক্রান্তি সঙিন.......
তবুও তাদেরই জুতোর তলায় আমরা সুখ খুঁজে যাব!
আমাদের শুষ্ক কন্ঠতলে। সমাজ শিরে সংক্রান্তি সঙিন.......
তবুও তাদেরই জুতোর তলায় আমরা সুখ খুঁজে যাব!
এই তো অদৃশ্য দেবতার দৃশ্য বিধান।
কবিতাটি ১৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৩/০৮/২০১৭, ১৭:৫৯ মি:
প্রকাশের সময়:০৩/০৮/২০১৭, ১৭:৫৯ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন