উহ!
এই গরমে কইসি তোমায় এমন কইরা ধরবা না!
জাপটা ধইরা ঘুমান লাগে? সহী ঘুমটা শিখলা না!
আমার মত সটান হইয়া দুই হাত বুকে মরার প্রায়
চেষ্টা কইরা দ্যাহোই না আজ কত্ত ভালা ঘুমান যায়!
না জড়াইলে ঘুম অয়না বাইচ্চা বাইচ্চা কথার ঢং
এমন কইরা ঘুমান মানা- গরমকালে ইট ইজ রঙ!
এই গরমে কইসি তোমায় এমন কইরা ধরবা না!
জাপটা ধইরা ঘুমান লাগে? সহী ঘুমটা শিখলা না!
আমার মত সটান হইয়া দুই হাত বুকে মরার প্রায়
চেষ্টা কইরা দ্যাহোই না আজ কত্ত ভালা ঘুমান যায়!
না জড়াইলে ঘুম অয়না বাইচ্চা বাইচ্চা কথার ঢং
এমন কইরা ঘুমান মানা- গরমকালে ইট ইজ রঙ!
কবিতাটি ১০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:৩০/০১/২০১৭, ১৪:২৩ মি:
প্রকাশের সময়:৩০/০১/২০১৭, ১৪:২৩ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন