চারিপাশে এত বুজর্গ লোক
আমি আনপড় এথা বেমানান!
বাবুদের সুখ ভোদকার মুখে
ভোদাইয়ের বিড়ি সুখটান!

অহো!

খাসা লিখচে গো ভাতঘুম সেরে
কিসে জগতের দুখ বিমোচন! 
হাভাতেরা সব ফুটো থালা নেড়ে
রচে বাবু টাবুদের বিনোদন!

মহাশয়!

আমি মুরুক্ষু লোক, ফেসবুকে বড় অসহায়,
জ্ঞানের দাওয়াই আর কত খাব
বদহজমে মরি, বাঁচা দায়!